ডেঙ্গুতে এবছর মৃত্যু আগের সব হিসাব ছাড়াল

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে এবছর ডেঙ্গুর প্রকোপ এখনও চলার মধ্যেই মৃত্যুর সংখ্যা আগের ইতিহাস ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়ে এডিস মশাবাহিত এই রোগে, তাদের যোগ করে এবছর এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮৩। দেশে এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে এক বছরে সর্বাধিক ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এবছর রোগী বাড়তে থাকার মধ্যেই আগের রেকর্ড ছাড়িয়ে গেল। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাংলাদেশে ২০০০ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২০০৬ সাল পর্যন্ত যথাক্রমে ৪৪, ৫৮, ১০, ১৩, ৪ এবং ১১ জন মারা যান ডেঙ্গুতে। ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। এরপর ২০১১ সালে ৬ জন, ২০১২ সালে ১ জন, ২০১৩ সালে দুজন মারা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে। ২০১৪ সালে আবার কারও মৃত্যু হিসাবে নেই। ২০১৫ সালে ৬ জন, ২০১৬ সালে ১৪ জন, ২০১৭ সালে ৮ জন, ২০১৮ সালে ২৬ জনের প্রাণ কেড়ে নেয় এইডিসবাহিত এই রোগ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া শুরু
পরবর্তী নিবন্ধ১৩ মাসে স্বহস্তে লিখলেন পুরো কোরআন শরীফ