ডিসেম্বরের মধ্যে সড়কে ভোগান্তি কমানোর আশা চসিকের

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এ্যাসফল্ট প্ল্যান্ট ও প্যচওয়ার্কের মাধ্যমে জরুরিভাবে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত কাজ চলমান রেখেছে। গতকাল শনিবার নগরীর দেওয়ানহাট ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার, জুবলী রোড, তিন পোলের মাথা, বক্সিরহাট, রাজাখালী, পি. এইচ আমিন একাডেমি কলেজ রোড, খাজা রোড, বায়েজিদ বোস্তামী টেক্সটাইল রোড, কে. বি দোভাষ রোড, জেম সেন হলের সম্মুখ রোড, মেহেদীবাগ রোড এবং জাইকার মাধ্যমে মাঝিরঘাট রোড, স্টেশন রোড ও পোর্ট কানেকটিং রোডের কাজ হয়। আগামী ডিসেম্বরের মধ্যে জাইকার বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হবে এবং জনসাধারণের ভোগান্তি কমবে বলে আশা করছে চসিক। উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, আবু সিদ্দিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঠজুড়ে সোনালি ধানের ঘ্রাণ
পরবর্তী নিবন্ধঅবশেষে বাংলাদেশের মালদ্বীপ জয় ফুরালো দেড় যুগের অপেক্ষা