ডিমের দাম ডজনে ১০ টাকা বাড়ল

আদা-রসুনের বাজার চড়া

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে আবার বাড়ছে ডিমের দাম। একই সাথে বাড়ছে আদা-রসুনের দামও। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে ১০ টাকা। এছাড়া চীনা রসুন কেজিতে বেড়েছে ৬০ টাকা, ভারতীয় রসুন কেজিতে বেড়েছে ৩০ টাকা। তবে স্থিতিশীল পেঁয়াজ ও বিভিন্ন ধরনের সবজির দাম।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া চীনা রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা এবং ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা। অপরদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

ডিম বিক্রেতা আবু আলী বলেন, ডিমের সরবরাহ কিছুটা কমে গেছে। তাই দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে যাবে। নগরীর কাজীর দেউরি এলাকার হক ভান্ডার স্টোরের বিক্রেতা মো. মিজানুর রহমান বলেন, আদা ও রসুনের সরবরাহ ঘাটতির কারণে দাম বেড়ে গেছে। এছাড়া ডিমেরও একই অবস্থা।

এদিকে নগরীর বেটারিগলি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৫০ টাকা, তিতকরলা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা ৫০ টাকা, শিম ৫০ টাকা, মুলা ৩০ টাকা, লতি ৬০ টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

অপরদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪৫ থেকে ১৫০ টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। বর্তমানে হাড়সহ মাংস ৬৫০ টাকা এবং হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধদুদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষাবোর্ডে কার্যক্রম চালাতে হিমশিম