ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বিচারের মুখে থাকা মুশতাক আহমেদ কারাবন্দি অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন। কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজের জিজ্ঞাসায় কারা কর্মকর্তা গিয়াস বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেলে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানান।’ ব্যবসায়ী মুশতাক অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গত বছরের ৫ মে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকেও গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাল-নালা আবর্জনামুক্ত রাখতে চাই সামাজিক আন্দোলন
পরবর্তী নিবন্ধসাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা