ডিজঅ্যাপিয়ারিং মুড আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

‘ডিজঅ্যাপিয়ারিং মুড’ও আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারিরা চাইলে এমন পদ্ধতিতে মেসেজ আদান প্রদান করতে পারবেন যার মাধ্যমে মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে ‘ভিউ ওয়ানস’ অপশনও আসছে। এর মানে হলো মেসেজে কোনো কিছু পাঠানোর পর গ্রাহক তা দেখার পরই ডিলিট হয়ে যাবে।
জাকারবার্গ আরো জানিয়েছে, একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে মানে এটা নয় যে হোয়াটসঅ্যাপ তাদের এন্ড-টু-এন্ড এনক্রিপশনে কোনো ছাড় দিবে। অর্থাৎ একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও ব্যবহারকারিদের কনভার্সেশন নিরাপদ থাকবে। বর্তমানে স্মার্টফোন, ব্রাউজার ও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। কিন্তু এর জন্য প্রতিটি ডিভাইসকে একটি প্রাথমিক ডিভাইসের সাথে লিংকড করতে হয়। কিন্তু আসন্ন সেবার ক্ষেত্রে খুব সম্ভবত সর্বোচ্চ চারটি ডিভাইস প্রাথমিক ডিভাইস হিসেবে গণ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধসালমার ‘প্রেমের বাঁশি’
পরবর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৯০.৬৭ কোটি টাকা