ডায়াবেটিক রোগীদের পাশে রোটারি ইন্টারন্যাশনাল

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

রোটারি ইন্টাারন্যাশনাল ডিস্ট্রিক্টের উদ্যোগে ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহম্মেদের পক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের গরীব ও অসহায় ডায়াবেটিক রোগীদের জন্য ডায়াবেটিক হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. নওশাদ আজগার চৌধুরীর নিকট প্রায় ২০০০ ডলারের ইনসুলিন অনুদান প্রদান করা হয়েছে। এগুলো হস্তান্তর করেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শহীদুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, জোনাল সেক্রেটারি ডা. সুমন রহমান চৌধুরী, ডা. মিজানুর রহমান, ডা. শাহ মঈনউদ্দিন চৌধুরী, হাসপাতালের সিনিয়র হিসাব কর্মকর্তা বেলাল উদ্দিন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৩২টি দেশে ৩৪ হাজার রোটারি ক্লাবের মাধ্যমে ১২ লক্ষের বেশী রোটারিয়ান মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য সম্মত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, রোগ প্রতিরোধ মূলক কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গৃহ নির্মাণ এবং সমাজের চাহিদানুযায়ী যখন যে পরিস্থিতিতে যা প্রয়োজন রোটারিয়ানরা দেরী না করে এগিয়ে আসেন সমাধানে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধনগর বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন