ডাম্পার চালক নিহত, আহত ৮

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

চন্দনাইশে যাত্রাবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ডাম্পার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাম্পার চালক মো. জানে আলম (৩০) বোয়ালখালী উপজেলার সাতগড়িয়া পাড়ার আবদুল মালেকের পুত্র।

 

স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী ইট বোঝাই একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত বাস ও ডাম্পারের সম্মুখ অংশ দুমড়ে মুছড়ে যায়।

এ ঘটনায় ডাম্পার চালক জানে আলম, তার সহকারী মো. ফোরকান (২৮) ও মো. মিজানকে (৩৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোকসংখ্যা ৭০ লাখ, গণশৌচাগার ২৭
পরবর্তী নিবন্ধহারের বৃত্তেই বন্দি থাকল চট্টগ্রাম