ডানাগুলো

সাইদুল ইসলাম | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

এখানে যারা বেড়াতে আসে
তারা সবাই আদুরে গলায়
কথা বলে

নিজেদের পাখি পাখি ভাবে

গাছপালা পাতা ঢেউ বালি
মাছ তৃণলতা কিংবা মাটিতে
প’ড়ে থাকা কোনও ছোবড়ার ভেতরও
স্বজনের দেখা পায়

শিশুর মতো দুলে পড়ে ঢেউয়ের সামনে

এখানে যারা বেড়াতে আসে
জুতোজোড়া বাহুল্য মনে করে তারা

যাবার বেলায় ডানাদুটি
বালির ভেতর গুঁজে রেখে যায়

বালিয়াড়ি খুঁড়ে খুঁজছি সেই ডানাগুলো
গ’লে যাওয়ার আগেই যদি
প’রে নিতে পারি

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি
পরবর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা