ডব্লিউএইচও তদন্ত দলকে ‘গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি’ চীন

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ নেওয়া নতুন করোনাভাইরাসের উৎস খুঁজতে উহানে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে চীনা কর্তৃপক্ষ ‘গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি’ বলে তদন্ত দলের একজন সদস্য জানিয়েছেন। তদন্ত দলের সদস্য অস্ট্রেলিয়ান অণুজীব বিজ্ঞানী ডোমিনিক ডুয়ের রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, প্রথম দিকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া রোগীদের সম্পর্কিত প্রাথমিক তথ্য (র ডেটা) চেয়েছিলেন তারা। কিন্তু তাদের শুধু সারসংক্ষেপ দেওয়া হয়েছে। এই অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তবে আগে থেকে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করার দাবি করে আসছে। এই পরিস্থিতিতে চীনের প্রতি তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলের ছবি পাঠাল আরব আমিরাতের ‘হোপ’
পরবর্তী নিবন্ধসিনেটে এবারও রেহাই ট্রাম্পের