মঙ্গলের ছবি পাঠাল আরব আমিরাতের ‘হোপ’

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মহাকাশযান ‘হোপ’ মঙ্গলগ্রহের প্রথম ছবি পাঠিয়েছে। বিবিসি জানায়, মঙ্গলবার হোপ মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে। যার মধ্য দিয়ে ইতিহাসের প্রথম আরব দেশ হিসেবে এই গ্রহের কক্ষপথে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাত। হোপ মঙ্গলগ্রহের প্রথম যে ছবি পাঠিয়েছে সেটি মানুষের হাতে পৌঁছানো লাল এই গ্রহের অন্যান্য ছবির মতই। বিবিসি জানায়, হোপ কে মঙ্গলের প্রশস্ত কক্ষপথে স্থাপন করা হয়েছে। তাই সেটি পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু নিয়েও গবেষণা করতে পারবে। হোপের পাঠানো ছবিতে উপরে বাম দিকে মঙ্গলের উত্তর মেরু দেখা যাচ্ছে। কেন্দ্রে মাউন্ট অলিম্পাসের একপাশে মাত্র সূর্যদোয় হচ্ছে, অন্যপাশ এখনও অন্ধকারে ঢাকা। খবর বিডিনিউজের। সৌর জগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি এই মাউন্ট অলিম্পাস। এক লাইনে তিনটি আগ্নেয়গিরি মাউন্ট অ্যাসক্রাউস, মাউন্ট পাভোনিস এবং মাউন্ট আরসিয়া দেখা যাচ্ছে।
অভিযানের টুইটার একাউন্টে এক পোস্টে বলা হয়, হোপ প্রোবের পাঠানো মঙ্গলের প্রথম ছবি নিশ্চিতভাবেই আমাদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। একইসঙ্গে এটা সংযুক্ত আরব আমিরাতকে মহাকাশ গবেষণায় নিযুক্ত অগ্রসর দেশগুলোর কাতারে যুক্ত করল। আমরা আশা করছি এই অভিযানে মঙ্গল গ্রহ সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার হবে, যা মানবজাতির স্বার্থে কাজে লাগবে।

পূর্ববর্তী নিবন্ধজাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত শতাধিক
পরবর্তী নিবন্ধডব্লিউএইচও তদন্ত দলকে ‘গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি’ চীন