ঠিকাদারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩২ লাখ টাকা কোথায় গেল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা ঠিকাদার মো. শামসুল হুদার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গতকাল রোববার তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) মুরাদপুর শাখা থেকে টাকা উত্তোলন করতে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তিনি পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করেছি। তারা বিষয়টি তদন্ত করছে। ঠিকাদার শামসুল হুদা জানান, রোববার সকালে এমটিবি থেকে টাকা তুলতে যাই। এক জায়গায় টাকা দেয়ার প্রয়োজন ছিল। অ্যাকাউন্ট চেক করতে গিয়ে জানা যায়, প্রায় ৩২ লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। জানতে পারলাম ১৮ থেকে ২০ আগস্ট এ তিন দিনে টাকা উত্তোলন করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি পুলিশও কাজ করছে। তাদের তদন্ত কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই।

পূর্ববর্তী নিবন্ধচবির মূল ফটকে এক ঘণ্টা তালা, বিক্ষোভ
পরবর্তী নিবন্ধভরাট করা হলো ছয় রাস্তা কেটে করা গর্ত