ট্রেন দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নিন

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

ট্রেন ভ্রমণ বেশ আরামদায়ক। তবে দুঃখজনক হলেও সত্যি যে, আজকাল ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনের দুর্ঘটনা। মানুষের চোখের সামনে কিভাবে জলজ্যান্ত মানুষ পুড়ে যাচ্ছে। যেমন গত শুক্রবার রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে যায়। এতে চারজনের মৃত্যু হয়। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় মোট নয়জনের মৃত্যু হলো। ঘন ঘন দুর্ঘটনা ঘটতে থাকলে ট্রেন ভ্রমণে মানুষের আগ্রহ কমতে পারে। কাজেই দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করতে হবে। দেশে অধিকাংশ ট্রেন দুর্ঘটনা ঘটে চালক, গার্ড, স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টদের ভুলের কারণে। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর কারণেও দুর্ঘটনা ঘটে। রেলযাত্রাকে নিরাপদ করতে হলে এ খাতের আধুনিকায়ন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। সুতরাং যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে, এই সব সমস্যা সমাধান এর জন্য রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

মো. নুরুন্নবী আকন্দ

শিক্ষার্থী,

ইসলামী বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসত্যেন্দ্রনাথ ঠাকুর : লেখক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধঅনুভূতির গোলক ধাঁধা