ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে কাটা পড়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় ঈশ্বরদী-রাজশাহী রেলরুটের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন তিনি। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জণ দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইমতিয়াজ পাবনার ঈশ্বরদী পৌর এলাকার শেরশাহ রোড মহল্লার বাসিন্দা ও পাবনা জজ কোর্টের আইনজীবী ইসহাক আলীর ছেলে। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। খবর বাংলানিউজের। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে কমিউটার এঙপ্রেস ট্রেনে চড়ে রাজশাহী যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে ওই ট্রেনটি আব্দুলপুর জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে সেখানের একটি হোটেলে সকালের নাস্তা করছিল ইমতিয়াজ। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে চলন্ত ট্রেনে দৌঁড়ে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জণ দেব জানান, সকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে শনিবার সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করেছে।

পূর্ববর্তী নিবন্ধএনআইডিতে দিতে হবে ১০ আঙুলের ছাপ
পরবর্তী নিবন্ধএকসঙ্গে ৪ সন্তানের জন্ম