ট্রেনের ছাদে চড়া থেকে বিরত থাকুন

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হচ্ছে শাটল ট্রেন। বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম শহরের মধ্যে যে ফারাক ছিলো তা লাঘব হয়েছে এই শাটল ট্রেনের মাধ্যমেই। ট্রেনের ছাদে ভ্রমণ করা সবসময়ই বিপজ্জনক। ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু বা আহত হওয়ার অসংখ্য নজির রয়েছে। ট্রেনের লাইনের দুপাশে অনেক গাছ থাকে, তাদের ডালপালা বিস্তৃত হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে।

ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় একটু অসাবধানতায় গাছের ডালপালার সাথে সংঘর্ষ হওয়া অস্বাভাবিক কিছু নয়। এছাড়াও মাথার উপর বৈদ্যুতিক তার, ফ্লাইওভার, ব্রিজ থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। সামান্যতম ভুলে যেখানে বিরাট ক্ষতি নিশ্চিত সেখানে ট্রেনের ছাদে উঠার মতো এমন রিস্ক নেওয়া মোটেও উচিত নয়। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না, ট্রেনের ছাদে উঠার অভ্যাস বন্ধ করতে হবে নিজ তাগিদেই। সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে হেলমেটহীন বাইক চালানোর মতো ট্রেনের ছাদে চড়াকেও অপরাধ হিসেবে গণ্য করা হোক।

দেওয়ান রহমান

শিক্ষার্থী,

লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসুচিত্রা সেন : বাঙালির স্বপ্নের নায়িকা
পরবর্তী নিবন্ধরপ্তানিমুখী শিল্প ও নতুন আয়ের উৎস জরুরি