ট্রাম্প জুনিয়র করোনা আক্রান্ত

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তার মুখপাত্র। এই সপ্তাহেই ৪২ বছরের ট্রাম্প জুনিয়রের চিকিৎসা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসার পরপরই তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে চলে যান। খবর বিডিনিউজের।
ওই মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত তার শরীরে রোগের কোনো লক্ষণ দেখা দেয়নি। তিনি কোভিড-১৯ দিকনির্দেশনায় আক্রান্ত হলে যা যা করতে হবে তার সবই মেনে চলছেন।’ গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, ফার্স্টলেডি মেলানিয়া এবং এ দম্পতির ছেলে ব্যারন ট্রাম্প (১২) করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা দ্রুতই সুস্থ হয়ে উঠেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও সুখের পরিমাপ
পরবর্তী নিবন্ধকাবুলে দফায় দফায় রকেট হামলা, নিহত ৮