ট্রাকের নিচে জীবন শেষ

বায়েজিদে কাউন্সিলর বেলালের পিতার মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডে ট্রাকের চাপায় বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (৬৮) প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে শেরশাহ বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ চালক মো. শাহিনকে আটক করে পুলিশ। নিহত শামসুল আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলালের পিতা।

গতকাল সোমবার এশার নামাজের পর নগরীর লালখান বাজার জামে মসজিদে এবং রাত ১১টায় গ্রামের বাড়ি বোয়ালখালীর চরণদ্বীপ সৈয়দ নগর আহসান স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের ছেলে কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ লিংক রোডের শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে লিংক রোডমুখী একটি ট্রাকের সাথে নিহত শামসুল আলমের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই আমরা ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করেছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধদুই দলের লক্ষ্য দুই রকম