লোহাগাড়ায় বেপরোয়া গতির এক ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে ৩টি বৈদ্যুতিক খুঁটি। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের লোহারদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সামনের দিকে চলতে থাকে। এতে মহাসড়কের উভয় পাশের ৩টি খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ক্ষতিগ্রস্ত হয়। খুঁটিসহ ট্রাকটি সামনের দিকে যেতে থাকলে আশপাশের লোকজন চিৎকার করেন। তারপর চালক ট্রাকটি থামান। এ সময় বিষয়টি খেয়াল করেননি বলে চালক স্থানীয়দের জানান। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মহাসড়কের উপর বৈদ্যুতিক খুঁটি পড়ে থাকায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই কাউছার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়কের উপর পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তার সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম ছরওয়ার জাহান জানান, ট্রাকের ধাক্কায় ৩টি বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ২টি খুঁটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। তবে, ঘটনার সময় পার্শ্ববর্তী এলাকায় গাছ কাটছিল। তাই ওই স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।












