ট্রাকচালকের সিটের পিছনে ৩০ হাজার ইয়াবা

চালক-হেলপার গ্রেপ্তার, ট্রাক জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৪১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এলাকা থেকে ৩০ হাজার ৫শ পিস ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার সকালে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ-বহদ্দারহাট সংযোগ সড়কে অভিযান চালিয়ে আহাদ কনভেনশন হলের নিকট ট্রাক আটকিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ট্রাকচালক শহিদুল ইসলাম (৪৪) ও হেলপার আরমান আলী (২২)। শহিদুল গাইবান্ধা জেলার সদর থানাধীন কামার রঘুনাথপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং আরমান একই জেলার পলাশবাড়ি থানাধীন হরিনাথপুর গ্রামের মোস্তাফিজুর রহমান বেপারীর ছেলে। ট্রাকটিও (ঢাকামেট্রো-ট- ১৬-৬৬৪৫) জব্ধ করে র‌্যাব।
র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংযোগ সড়কের আহাদ কনভেনশন হলের নিকটে সড়কে লবণবাহী ট্রাকটি থামানো হয়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। পরে চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে চালকের সিটের পিছনে লুকিয়ে রাখা ৩০ হাজার ৫শ পিস ইয়াবা বের করে দেয়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর থেকে কাউকে না রাখাটা দুঃখজনক – আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু
পরবর্তী নিবন্ধমহানগর যুবলীগে ক্ষোভ, হতাশা