টেক্সি চুরি করে বিক্রি করতে যাচ্ছিল নগরে

কর্ণফুলীতে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

বিক্রির উদ্দেশ্যে চোরাই টেক্সি নিয়ে নগরীতে যাওয়ার পথে আন্তঃজেলা টেক্সি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। আটকরা হল সাতকানিয়া উপজেলার ফকিরহাট খালেক মাস্টারের বাড়ির মো. ছগিরের ছেলে জিয়াউর রহমান (২৮) ও বাঁশখালীর সরল ইউনিয়নের জলিয়া বাপের বাড়ির ফজল কাদেরের ছেলে মো. মহিউদ্দিন (৩১)। গত রোববার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি চোরাই টেক্সি জব্দ করে পুলিশ।

উদ্ধারকৃত চোরাই টেক্সিটি তারা পটিয়া থেকে চুরি করে। তাদের বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী, কসবা, চন্দনাইশ ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুজন আন্তঃজেলা টেক্সি চোর চক্রের সক্রিয় সদস্য। কর্ণফুলী থানা এলাকাসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে টেঙিসহ অন্যান্য জিনিস চুরি করে তারা অন্যত্র বিক্রি করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে কাল থেকে বাগীশ্বরী সংগীতালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রবীণ রাজনীতিবিদ আলীম উল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত