টেক্সি ও মোটর সাইকেলকে চাপা দিল নিয়ন্ত্রণহারা বাস

আহত ৩, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এক্সেস রোডের মুখে সিএনজি টেক্সি ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তারা হলেন, সিএনজি চালক মোহাম্মদ রাজীব, জান্নাতুল মাওয়া ও জিহাদুল ইসলাম। এরমধ্যে জিহাদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। গতকাল সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অপর দুজনের মধ্যে জান্নাতুল মাওয়া রাহাত্তারপুল ও মোহাম্মদ রাজীব বহদ্দারহাটের খাজা রোড এলাকায় বসবাস করেন। বাকলিয়া থানা পুলিশ জানায়, শাহ আমানত সেতু হয়ে নগরীতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টেক্সি ও মোটরসাইকেলকে চাপা দেয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ওসি বলেন, শাহ আমানত সেতু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বাসটি নগরীতে প্রবেশ করে। একপর্যায়ে দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধভুল ধারণায় অনিশ্চিত হতে পারে জিপিএ-৫ প্রাপ্তদের ভর্তি!
পরবর্তী নিবন্ধনগরের দুই থানায় তিন মামলা আসামি প্রায় সাড়ে চারশ