টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনারপাড়া ছৈয়দ হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের ফেসবুক পেজে জানানো হয়, আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে সর্বমোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, উদ্ধারকৃত ইয়াবাসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করার উদ্দেশ্যে সে তার নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগসহ সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅতিথি পাখির ঝাঁক টানছে পর্যটক
পরবর্তী নিবন্ধআবারো কালো ভালুক প্রজননের সম্ভাবনা