টেকনাফে ৫ কোটি ৩০ লাখ টাকার আইস উদ্ধার

রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

টেকনাফে ১ কেজি ৬০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) শহীদুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা। উদ্ধার এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৩০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের নাফ নদী সংলগ্ন দমদমিয়া আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। আটক শহীদুল জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের বি- ব্লকে বসবাসকারী মৃত ইব্রাহিমের ছেলে।
বিজিবির টেকনাফ -২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুইটি চোরাচালান প্রতিরোধ টহল দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে দমদমিয়া আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকায় কেওড়া বাগানে অবস্থান নেয়। আনুমানিক রাত পৌনে ৩টার দিকে একজন ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে শরীর তল্লাশি করে তার পিঠে গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক কেজি ৬০ গ্রাম আইস জব্দ করা হয়। জব্দ আইসসহ আটককৃতের বিরুদ্ধে মামলার দায়ের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাট-অলংকার সড়কে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি
পরবর্তী নিবন্ধকমলো পাম তেলের দাম অপরিবর্তিত সয়াবিন