দেওয়ানহাট-অলংকার সড়কে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি

সিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানহাট-অলংকার সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। ব্যস্ততম সড়কের এই অংশটিতে বেপরোয়া ভারী যানবাহন চলাচলের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গতকাল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তারেক আহম্মেদের মাধ্যমে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এলাকাবাসী জানান, ট্রাঙ্ক রোড নামে পরিচিত সড়কটিতে বর্তমানে ধারণ ক্ষমতার অধিক যানবাহন যাতায়াত করছে। যার ফলে সড়কটির দুপাশে জনবসতিপূর্ণ এলাকা, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, শিল্প কারখানা এবং বিবিধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের লক্ষাধিক মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন সময় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। দেওয়ানহাট ওভার পাসের ডবলমুড়িং থানা থেকে বায়তুশ শরফ পর্যন্ত এলাকাটি চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তার দুইপাশে অসংখ্য কাভার্ডভ্যান এবং ট্রাকের অবৈধ পার্কিং পুরো এলাকাটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এছাড়া লোকাল টেম্পো-সিএনজির ওভারটেকিংসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচলে ইতোমধ্যে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমেদ সাজীব, সাংবাদিক মো. সেলিম উল্লাহ, মমিনুল আলম শাহিন, মো. সাজ্জাদ আমিন, আবু জাহেদ, মো. আলমগীর, জাহেদুল আলম, আবদুল আজিম রিজভী, মো. রায়হান, মো. আজাদ, মো. শুভ, মো. আকরাম, মো. জুয়েল, মো. খুরশিদ, মো. ওমর শরীফ, মো. শাহীদুল আলম, মো. শহীদুল ইসলাম প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধরোগের যন্ত্রণা সইতে না পেরে নারীর গলায় ফাঁস!
পরবর্তী নিবন্ধটেকনাফে ৫ কোটি ৩০ লাখ টাকার আইস উদ্ধার