টেকনাফে মেয়র পদে চাচা-ভাতিজা মুখোমুখি

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

টেকনাফ পৌর সভার মেয়র পদে চার প্রার্থীসহ বিভিন্ন পদে মোট ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন ছিল। টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর টেকনাফ পৌর সভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসমাইল, আব্দুস শুক্কুর ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাজাহান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১০ জন ও সাধারণ কাউন্সিল পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
টেকনাফ পৌর সভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুক্কুর সিআইপি আপন চাচা-ভাতিজা এবং সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচা ও ভাই। এছাড়া ৭নং ওয়ার্ডের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া একমাত্র প্রার্থী মুজিবুর রহমানও আব্দুর রহমান বদির ভাই। তিনি বিগত পৌর সভার নির্বাচনেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধ‘ত্রুটি’ দেখিয়ে পদোন্নতি বোর্ড থেকে ডিনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ৪ ইউনিয়নে মনোনয়ন জমা দিলেন ১২ চেয়ারম্যান প্রার্থী