কর্ণফুলীর ৪ ইউনিয়নে মনোনয়ন জমা দিলেন ১২ চেয়ারম্যান প্রার্থী

আ.লীগের বিদ্রোহী প্রার্থী হলেন বর্তমান তিন ইউপি চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে গতকাল শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চারজন দলীয় প্রার্থী আর অন্য ৭ জন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী। একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কর্ণফুলীর চার ইউনিয়নের মধ্যে বর্তমান তিন চেয়ারম্যান এবার দলীয় মনোনয়ন পাননি। গতকাল তারাও বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বড় উঠান ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুদ্দীন। চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সুলায়মান (নৌকা), বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. আলী, স্বতন্ত্র প্রার্থী নাসির আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতবারের বিএনপি প্রার্থী ছিলেন মো. ইব্রাহিম মিয়া, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এটিএম হানিফ।
শিকলবাহা ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম। জুলধা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. রফিক আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ সম্পাদক এবং গতবারের বিদ্রোহী প্রার্থী মো. মুসা।
এছাড়াও চরলক্ষ্যা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ১০ জন, সাধারণ পদে (১-৯) ৪৩ জন, শিকলবাহা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ১৪ জন, সাধারণ পদে (১-৯) ৫৬ জন। বড় উঠান ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ৯ জন, সাধারণ পদে (১-৯) ৪৮ জন। জুলধা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ৯ জন। সাধারণ পদে (১-৯) ৩৯ জন। সব মিলিয়ে ৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ জন। সংরক্ষিত পদে ৪২ জন। সাধারণ পদে ১৮৬ জন। মোট ২৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুরো উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মেয়র পদে চাচা-ভাতিজা মুখোমুখি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জোর প্রচারণা, আছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও