টেকনাফে ইয়াবা ও স্বর্ণের বারসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও স্বর্ণসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধিনায়ক ইউং কমান্ডার আজিম আহমেদ জানান, গত ৮ জুন রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ায় জনৈক মঞ্জুর আহমদের দোকানের সামনে অভিযানে যায়।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দক্ষিণ ডেইল পাড়ার মৃত নজির আহমদের পুত্র নুরুল আলমকে (৪৫) একটি ব্যাগসহ আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ৩২ হাজার পিস ইয়াবা, ৫৭ ভরি ওজনের ৪টি স্বর্ণের বার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা পাওয়া যায়। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ সেবাসদনে করোনাকালীন উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির বাজেট ঘোষণা