টুঙ্গিপাড়ার ছেলে

অপু বড়ুয়া | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

শহর ছেড়ে অনেক দূরে

মধুমতির পাড়ে

মন আমার যায় ছুটে যায়

হঠাৎ বারেবারে।

ওই নদীটির পাড়েই আছে

টুঙ্গিপাড়া গ্রাম

বিশ্বজুড়ে সবাই জানে

ওই গ্রামের নাম।

ছায়ায় ঘেরা মায়ায় ঘেরা

হাজার পাখির গান

ওই গ্রামেই জন্মেছিলেন

জাতির মহাপ্রাণ।

মহান প্রাণ শেখ মুজিবুর

জাতির পিতা তিনি

তাঁর কাছে দেশ এবং জাতি

হাজার যুগের ঋণী।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি
পরবর্তী নিবন্ধশ্রদ্ধাঞ্জলি হে পিতা