টিলা কেটে সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ বন্ধ করল প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় টিলা কেটে সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। পুটিবিলা ইউনিয়নের আদর্শ পাড়ায় আবদুস সালাম নামে এক ব্যক্তি এই নির্মাণ কাজ করছিলেন।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ ও চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে তারা ঘটনাস্থলে যান। টিলা কেটে সরকারি জায়গায় পাকাঘর নির্মাণের সত্যতা পাওয়া গেছে। পরে লাল পতাকা টাঙ্গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে এসিল্যান্ডের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মেধাবৃত্তি প্রদান ৩০ অক্টোবর
পরবর্তী নিবন্ধতফসিল ঘোষণার আগেই কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি চায় হেফাজত