টিকা পেলেন ১ হাজার ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদেরকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় পোর্টকানেক্টিং রোডের বন্দর ইষ্ট কলোনী সংলগ্ন তাল তলায় প্রধান অতিথি হিসেবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম তদারকি করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটুর সঞ্চালনায় পরিবহন শ্রমিকদের ৩ দিনব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নান। শনিবার ১ হাজার পরিবহন শ্রমিককে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আগামী ২ মাস পর তাদেরকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহযোগিতায় আজ ও আগামীকাল সোমবার আরও ২ হাজার পরিবহন শ্রমিককে কোভিড ভ্যাকসিনের আওতায় আনায় উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. সুমন, সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটু, সদস্য মো. আরিফ ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ। চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে ৩০ জনকে হত্যার পর পুড়িয়ে দিল সেনারা
পরবর্তী নিবন্ধবড় বড় মর্মান্তিক ঘটনা দেখেও দেখছে না বিশ্ব : পোপ