টিউলিপ

রেজাউল করিম | রবিবার , ৯ মে, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

গ্রীষ্মের দাবদাহে বাতাসে বৈচিত্র্যময়
মুগ্ধতার বিস্ফারিত আলো ছড়ায়।
গ্রামীণ রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি
এক সাজানো গোছানো বাগান থমকে দাঁড়াই।
তাকিয়ে দেখি এদিক-ওদিক
এক রহস্যময় সৌন্দর্য-সৌরভ
মাদকীয় মোহন ঘ্রাণের টানে ঘুরপাক।

ফুল ভালোবাসে না এমন কেউ কি আছে
এই ভুবনে? পাষাণ হৃদয় ছাড়া প্রত্যেকে
ফুলের রূপে গন্ধে মাতোয়ারা এই ত্রিভুবনে।

তোমাদের কারও চোখের সাথে টিউলিপের
চোখের মিলন হয়েছে কি কখনও?
যদি হয়ে থাকে নিশচয়ই এতো যেন স্বর্গীয় অপ্সরী।

তোমরা কেউ কি টিউলিপের ছোঁয়া
পেয়েছ কখনও? যদি পেয়ে থাকো,
তার প্রতি নেশা, মায়াজালে জড়িয়ে যাবে
সে-কথা হলফ করে বলা যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধব্যথিত বৈশাখ
পরবর্তী নিবন্ধতবু