টানা ৩২ ম্যাচ হার নাকি প্রথম জয়!

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:৩৫ পূর্বাহ্ণ

ইতিহাস বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের হারের তালিকাটা আরো দীর্ঘ হয়েছে। একটি জয়ের অপেক্ষায় শেষ হতে চলল আরেকটি সফর। নিউজিল্যান্ডের মাটিতে এই সফরের আগে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচের সবকটিতেই হেরেছিল টাইগাররা। এই সফরে হয়ে গেছে ৫ ম্যাচ। নিউজিল্যান্ডকে তাদের দেশে হারাতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে তাই জয়ের লক্ষ্যে মাঠে নামছে আজ বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে সোনার হরিণ হয়ে থাকা সেই জয় কি আজ ধরা দেবে নাকি টানা ৩২ ম্যাচে হারের ইতিহাস লেখা হবে তার উত্তর মিলবে আজ অকল্যান্ডে। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইডেন পার্কে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টায়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও এর মধ্যে হেরে বসেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের কিছু সময়কে বাদ দিলে, সফরের পাঁচ ম্যাচে জয়ের সম্ভাবনাও জাগাতে পারেননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচেও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা সামান্যই। কোনো ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা।
অধিনায়ক কেন উইলিয়ামসনসহ শীর্ষ ৬-৭ জন ক্রিকেটার ছাড়াও প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি কিউইদের। ব্যবধান তাই পরিষ্কার। এই কন্ডিশনে খর্বশক্তির নিউজিল্যান্ডকে হারানোর শক্তিও বাংলাদেশের নেই। ভরসা তাই ক্রিকেটীয় অনিশ্চয়তা। সঙ্গে নিজেদের ভালো দিন ও প্রতিপক্ষের বাজে দিনের সমীকরণ। শেষ ম্যাচের আগের দিন বিসিবির ভিডিও বার্তায় দলের প্রতিনিধি হয়ে সৌম্য সরকার সেই একই কথাই শোনালেন। তিনি বলেন অবশ্যই এখানে জেতা সম্ভব। তবে আমরা যেভাবে খেলছি সেভাবে খেললে সম্ভব না। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিনটিতেই একসঙ্গে ভালো করতে পারলে কাজটা সহজ হবে আর জেতা সম্ভব হবে। আর একটি ম্যাচই বাকি আছে আমাদের। শেষ ম্যাচে যদি তিনটি বিভাগেই ভালো করতে পারি আমরা তাহলে জেতা সম্ভব। আগের ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা-দুইটা ছোট ছোট ভুল হয়েছে। এসব যদি আমরা না করি, তিনটি বিভাগে একসঙ্গে যদি ভালো করি তাহলে এই ম্যাচে জিততে পারব। ইডেন পার্কের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। সঙ্গে মাঠের আকার ছোট বলে এখানে বড় স্কোর হয় নিয়মিতই। যদিও এই ম্যাচেও চোখ রাঙাচ্ছে প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। তবে সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য। আর সেটা হচ্ছে অন্তত একটা ম্যাচে জয় নিয়ে দেশে ফিরে আসা। যা হারানোর সব হারিয়ে গেছে। তাই এখন আর হারানোর কিছু নেই। সেটাকে কাজে লাগাতে পারলে হয়তো অধরা জয় ধরা দিতে পারে আজ অকল্যান্ডে।

পূর্ববর্তী নিবন্ধরিমান্ড নয়, শাহাদাতকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়কে নিভে গেল চার প্রাণ