টাকা ভাঙতি না পেয়ে দোকান ভাঙচুর

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

পাঁচশ টাকার নোট ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগে শিবু দাশগুপ্ত (২৯) নামে নগরীর জামালখান এলাকার এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার বিকেলে কোতোয়ালী থানাধীন জামালখান লিচুবাগান এলাকায় সিকদার হোটেলের পার্শ্ববর্তী আজাদ স্টোর নামে একটি দোকানে এই ভাঙচুরের ঘটনা ঘটে। আজাদ স্টোরের মালিক মো. আজাদ কর্তৃক থানায় এজাহার দায়েরের পর রাতে জামালখান এলাকা থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিবু দাশগুপ্ত জামালখান লিচুবাগান এলাকার দুলাল দাশগুপ্তের ছেলে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ঘটনা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এজাহারের বরাতে ওসি বলেন, শিবু দাশ শুক্রবার বিকেলে আজাদ স্টোরে ৫০০ টাকার একটি নোট দিয়ে পাঁচটি বেনসন সিগারেট কেনার জন্য একজনকে পাঠান। দোকানি ভাঙতি নেই বলে তাকে ফিরিয়ে দেন। কিছুক্ষণ পর শিবু গিয়ে নোট ভাঙতি ও সিগারেট না দেওয়ার কারণ জানতে চান। এসময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিবু দাশ দোকানের সামনের কাঁচের বাঙ আছড়ে ভেঙে ভেতরে ঢুকে দোকানিকে বেধড়ক পেটান। দোকানির অভিযোগ- ভাঙচুরে তার দোকানের ৭০ হাজার টাকার ক্ষয়-ক্ষতির পাশাপাশি দোকান থেকে শিবু ১৩ হাজার টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ দেখে নিশ্চিত হয়ে শিবুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি। শিবুকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছিন্ন সংঘর্ষ-সহিংসতায় শেষ হল দ্বিতীয় ধাপের ভোট
পরবর্তী নিবন্ধখুঁজে পাওয়া গেল সেই আংকেলকে