টমটমকে বাসের ধাক্কা, উখিয়ায় নারী ও শিশুসহ আহত ৫

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া প্রেসক্লাব গেইটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আজাদ মিয়া বলেন, প্রেসক্লাবের সামনে একটি টমটম যাত্রী উঠাচ্ছিল। হঠাৎ পেছন থেকে সি লাইন সার্ভিসের একটি খালি বাস বেপরোয়া গতিতে এসে টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় টমটমটি। স্থানীয়রা এগিয়ে এসে ভিতর থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশু, নারীসহ ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লোকজন অদক্ষ বাস চালক সেজানকে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, গুরুতর আহত উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মাহফুজুর রহমান (৪৭), তার স্ত্রী ও ৬ বছরের একটি শিশুর অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম সালাহউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধরক্ষকই যখন ভক্ষক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আগুন