পথের ধারে কুড়িয়ে পেলাম;
ঝরে পড়া এক ফুল,
সযত্নে নিলাম তুলে;
ঘ্রাণ ছিলো তার অতুল।
হৃদয়ের ফুলদানিতে;
সাজিয়ে রাখলাম তারে,
সুবাস তার ছড়িয়ে গেলো;
গ্লানিভরা দ্বারে।
হৃদয়ভেদী ক্লেশটুকু;
উড়িয়ে দিলাম মুক্তাকাশে,
হৃদয়ছোঁয়া সুবাসটুকু;
মাখিয়ে নিলাম হৃদয়াকাশে।
চোখ জুড়ানো ফুল থেকে;
ফিরিয়ে নিয়ে দৃষ্টি,
প্রাণ ভুলানো ঝরা ফুলকে ;
দিলাম ভালোবাসার বৃষ্টি।