ঝড়ের আগে কান্না

করিম রেজা | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

সবুজ পাতা ধূসর হলে ক্লান্তি আসে

ঝড়ের আগে কান্না আসে মেঘের ডাকে

একটি পাতা ঝরলে পরে কেউ ভাবে না

কার বেদনা হারিয়ে গেল নীল আকাশে।

যেই পাখিটি রোজ আকাশে কষ্ট ওড়ায়

মাটির টানে ঝরলো কেন তার পাখাটা

কার বাটিতে সেই পাখিটির মাংস ভাসে

কোন নারীটি কষ্ট রাঁধে কান্না মাখা।

হঠাৎ যেদিন মাথার চুলে রাতের তারা

নিকষ কালোর আঁধার চিরে হাসতে থাকে

সেই হাসিতে শঙ্কা থাকে অন্য পথের

চোখের কোণে ঢেউ খেলে যায় তার ইশারা।

পূর্ববর্তী নিবন্ধশেষ যাত্রা
পরবর্তী নিবন্ধজোছনা