জোছনা

শামসুল আরেফীন | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

জোছনা হারিয়ে গেছে; কোনো একদিন

কেউ এসে নিয়ে গেছে বহুদূর বনে।

এখানে, আমার কাছে ফিরবে না আর;

অসময়ে এলে তুমি শবরীর রূপে।

তোমাকে দেবার মতো কিছু নেই আর,

আমার জীবনতরু গুহার আঁধার।

তাতে তুমি ডুবে যাবে; সমুদ্রের জলে

দিনরাত গড়ে উঠবে তোমার অধিবাস।

ফিরে যাও, ফিরে যাও অভয়নগর;

চানখালি নদীপাড়ে ভাটিয়ালি গেয়ে

অথবা নকশিকাঁথার শোভা দেখে দেখে

সবুজ ঘাসের সাথে বাঁধো তুমি ঘর।

পূর্ববর্তী নিবন্ধঝড়ের আগে কান্না
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা