জড়িত সন্দেহে গ্রেপ্তার ১

টেকনাফ ও উখিয়া প্রতিনিধি | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং ৬নং ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে দ্বায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, মহিব উল্লাহ নিহত হওয়ার পর সকল ক্যাম্পগুলোতে এপিবিএনসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। বিকালে আসরের নামাজ শেষে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নামাজে জানাজা শেষে মুহিব উল্লাহর মৃতদেহ দাফন করা হয়। বৃহস্পতিবার রাতে নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল। তারা ভিন্ন ভিন্ন বিবৃতিতে রোহিঙ্গাদের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মুহিবউল্লা হত্যাকাণ্ডে ক্যাম্পের আইন-শৃক্সখলা পরিস্থিতি অবনতির কথা জানান। আন্তর্জাতিক মহল দ্রুত এ হত্যাকাণ্ডের বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। একই সাথে নিহত ব্যক্তির পরিবার পরিজন ও সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্টে (ডি ব্লক) এশার নামাজ শেষে নিজ অফিসে অস্ত্রধারী রোহিঙ্গাদের হামলার শিকার হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। এ সময় অস্ত্রধারীরা ৫ রাউন্ড গুলি করে, এরমধ্যে ৩ রাউন্ড গুলি মুহিব উল্লাহ্‌র বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিজ দেশ মিয়ানমারের আরাকানে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের দাবি-দাওয়া নিয়েই লড়ে আসছিলেন রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহ। ২০১৯ সালের ২৫ আগস্ট কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের বিশাল সমাবেশ করে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও দেখা করেন। সেই থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ সারা দেশে বিদেশি চ্যানেলের সমপ্রচার বন্ধ
পরবর্তী নিবন্ধহোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়নি, সেটি গুজব : ঢাবি উপাচার্য