জ্বালানির দাম বৃদ্ধি শাহবাগে বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

| সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে অবস্থান নেওয়া বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের তুলে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা বলছে, পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দিয়েছে। তবে পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরাই তাদের উপর চড়াও হয়েছিল। খবর বিডিনিউজের।
হামলায় বাম ছাত্র সংগঠনগুলোর প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলের কর্মসূচি দিয়েছে বাম সংগঠনগুলো। সরকার জ্বালানি তেলের দাম ৪২-৫২ শতাংশ বাড়ানোর পর থেকে ক্ষোভ-বিক্ষোভ চলছে। এর প্রভাবে বাস ভাড়া ইতোমধ্যে বেড়েছে, নিত্য পণ্যের দামও আরেক দফা বাড়বে বলে শঙ্কা প্রকাশ হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৭২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধধর্ষণের অভিযোগ : স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার