জেলার ১৪ লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হল টিকা

শেষ হল হাম-রুবেলা ক্যাম্পেইন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

মহানগর ব্যতীত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ১৪ লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হল হাম-রুবেলা টিকা। ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি (গতকাল) পর্যন্ত চলা হাম-রুবেলা ক্যাম্পেইনে এ টিকা খাওয়ানো হয়।
দীর্ঘ ১ মাস ১০ দিনের এ ক্যাম্পেইন গতকাল শেষ হয়েছে। ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলায় (মহানগর ব্যতীত) ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ১৪ লাখ ৩৬ হাজার ৯১১ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানো হয়েছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন-এটি মোট লক্ষ্যমাত্রার ৯৯.৯৪ শতাংশ। সফল ভাবে ক্যাম্পেইন সম্পন্ন হওয়ায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, টিকাদান কর্মী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিভিল সার্জন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-মোদীর বৈঠক হতে পারে ২৭ মার্চ
পরবর্তী নিবন্ধটেস্টের প্রস্তুতিটা ভালোই সেরে নিল ওয়েস্ট ইন্ডিজ