জুয়েলারি থেকে কোটি টাকার স্বর্ণ নিয়ে পালাল কর্মচারী

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৪:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের একটি জুয়েলারির দোকান থেকে কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে এক কর্মচারী। অন্তু ধর (২৫) নামে ওই কর্মচারীর বিরুদ্ধে গত ৬ মার্চ কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে (মামলা নং ৯)। কক্সবাজার শহরের বড় বাজার এলাকার ‘গিনি ফ্যাশন জুয়ালার্স’ এর মালিক রতন কান্তি ধর বাদী হয়ে এ মামলা করেন। অভিযুক্ত অন্তু ধর চট্টগ্রামের পটিয়া থানার গোবিন্দ খিল এলাকার বিঞ্চু পদ ধরের ছেলে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, দূর সম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে অন্তু ধরকে বিশ্বাস করে প্রধান ম্যানেজার পদে তিনি চাকুরি দিয়েছেন। দীর্ঘ ৫ বছর ধরে প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব-নিকাশের ভার তার উপর ন্যস্ত ছিল। কিন্তু কয়েকদিন আগে অন্তু ধর প্রায় ১০০ ভরি ওজনের বিভিন্ন ক্যাটাগরির ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা ও লোকজনের জামানত বাবদ রক্ষিত প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়ে যায়। মামলাটির তদন্ত করছেন কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক মো. দস্তগীর হোসেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্ত আসামিকে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্যানেল মেয়র নির্বাচনের পর ১৪ স্থায়ী কমিটি
পরবর্তী নিবন্ধরুবেল এখনো অধরা