জীবন যুদ্ধ

মৃন্ময়ী মৃম | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

দুঃসময়ের বাড় বেড়েছে

সুখ, শান্তি শ্রীঘরে

জীবন যুদ্ধে লড়ছে গরীব

বাঁচবে বলো কী করে!

মধ্যবিত্ত মরছে পিষে

পড়ছে যাঁতাকলে

হাল ছেড়েছে নিরুপায়ে

মূল্যবৃদ্ধির ফলে।

বিত্তশালীর নিশ্চিত দিন

কাটছে বেঘোরে

সুখ হয়েছে দাসী যেন

নিত্য তাহার ঘরে।

বিত্তের জোরে চিত্ত খুশি

নেই পরোয়া কে যে দুঃখী

ভাবখানা সে একাই মানুষ

এই জগত সংসারে!

দুঃখ আছে মহা সুখে

গরীবদুঃখীর জীবন জুড়ে

মরছে গরীব ধুকে ধুকে

জীবনযুদ্ধে লড়ে

পাথর চাপা কষ্ট বুকে

কেউ দেখে না চোখে।

পূর্ববর্তী নিবন্ধমন হোক শুদ্ধ
পরবর্তী নিবন্ধমাথিন কূপে