স্রোতের মতো বয়ে বয়ে যায়
জীবনের বাকিটা সময়
কিছুই হলো না বলা
একা একা পথ চলা
প্রতিদিন গতিহীন কেউ কারো নয়।
প্রতি দিন জাগে না– কতো না মানুষ আর
জীবনের কোলাহলে থাকে না খবর তার
একদিন এভাবে তুমিও জেনে যাবে
হয়ে গেছি আমিও মৃত্যু ময় –
জীবনের বাকিটা সময়।
এখোনো আছে তাই যেটুকু সময় বাকি
এসোনা দুজনে মগ্ন হয়ে থাকি
কিছুটা সময় যদি বয়ে যায় নিরবধি
কেটে যাক কিছু দিন ছন্দ ময়
জীবনের বাকিটা সময়।