জাহাজেই ঈদের নামাজ আদায় জিম্মি নাবিকদের, পেলেন ভালো খাবার

| বুধবার , ১০ এপ্রিল, ২০২৪ at ৫:০৯ অপরাহ্ণ

জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা।

আজ বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সেখানে ঈদ উদযাপন করেন তারা। জাহাজের মালিক পক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ছবিতে দেখা গেছে, নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় বলেও জানা গেছে।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই প্রবীণ চিকিৎসকের মৃত্যু
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতুতে একদিনে ৩৩ হাজার গাড়ি পারাপার, ২৫ লাখ টোল আদায়