জারণ

পুষ্পিতা সেন | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

অন্যায় সব জারিত হয় দেহে,
ভুল গিলে মিলে একাকার।

খুন খারাবী চোখ সওয়া,
পার্শ্বপ্রতিক্রিয়াহীন, বাধ্যবোধ।

জীবিত কি! ভ্রম হয় বড়।
প্রতিমূর্তি সম, আলমারীতে সাজিয়ে রাখা মূর্তি যেন।

পাথর চোখে তাকিয়ে থাকা ক্ষয়িষ্ণু ক্রোধ।
বোধহীন প্রতিশোধ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা উপকরণের দাম কমানো হোক
পরবর্তী নিবন্ধনির্মম সত্যের মুখোমুখি