জামালখানে বসেছে হাতে আঁকা ৫৬ কিংবদন্তির পেইন্টিং

পরিত্যক্ত ভূমি পেলে সৌন্দর্যবর্ধনে অর্থায়ন করবে চসিক : মেয়র

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:২১ পূর্বাহ্ণ

সরকারি যে কোনো সংস্থা উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে সেখানে সৌন্দর্যবর্ধনে প্রকল্প করে দিবে বলে ঘোষণা দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগরপরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য কাজ করছি। সরকারি যে কোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে আমাদের নিজস্ব অর্থায়নে সৌন্দর্যবর্ধনে কাজে লাগানো হবে। আমি চাচ্ছি পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে। গতকাল মঙ্গলবার সকালে জামালখান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সংবলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এখানে হাতে আঁকা ৫৬ জন কিংবদন্তির পেইন্টিং স্থান পেয়েছে। এ বিষয়ে জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সাথে পরিচিত করতে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে এ প্রকল্পে।

জামালখানে ‘কিংবদন্তি’ উদ্বোধনের আগে কাতালগঞ্জে সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন করেন মেয়র। এখানে বৌদ্ধ মন্দিরপাঁচলাইশ মোড় রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ, রোড ডিভাইডার সহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র রেজাউল। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব
পরবর্তী নিবন্ধআমনের মাঠে ব্লাস্টের হানা