জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ (রবিবার) অনুষ্ঠাতব্য অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এছাড়া এই পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।