জাগলো যে প্রাণ রুপন্তি চৌধুরী আধ্যা | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ (৩২,২০৩) অবশেষে নীরব দেশে জাগলো যে মোর প্রাণ, ভালোবেসে প্রকৃতিকে গাইতে যে চাই গান। মন চাইছে মেঘকে ছুঁতে আরো ছুঁতে আকাশ, ফুলের গন্ধে ঘুম আসে না চারিদিকেই সুবাস। মনটা নাচে খুশিতে যে গাছে পাখি গান গায় আমরা দেখি সুখের সাগর দুঃখ যে দূরে যায়।