জলাবদ্ধতা ও পাহাড় ধস প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একটু বৃষ্টি হলেই পথঘাট, নালা, সরু রাস্তা সমূহ ডুবে জনদুর্ভোগ সৃষ্টি করছে। সামনে বর্ষাকাল তখন পরিস্থিতি কি রকম দাঁড়ায় তা আল্লাহ মালুম। সারা বছরই চট্টগ্রামে নালা নর্দমা সমূহের কাজ করতে দেখা গেলেও বর্ষা আসলে সেগুলো যেনো কোনো কাজেই আসে না। যথারীতি আগের মতই মানুষকে হাঁটু কিংবা কোনো জায়গায় কোমর সমান পানি অতিক্রম করতে হয়। একদিকে জলাবদ্ধতা সমস্যা প্রকট হয়ে উঠে অন্যদিকে পাহাড় ধসের আশঙ্কা থাকে।
চট্টগ্রামে পাহাড় ধস মানে প্রাণহানির আশঙ্কা। প্রতি বছরই পাহাড় ধসের আশঙ্কা বাড়ে এবং বাড়তে থাকে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বাড়ে। প্রতিবছর বর্ষা এলেই পাহাড়ে বসবাসরতদের মাঝে আতঙ্ক বেড়ে যায়। তাই, জলাবদ্ধতা নিরসন ও পাহাড় ধস রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বলা বাহুল্য, নতুন নতুন মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে এখন জলাবদ্ধতার সমস্যা নিরসন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
-নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি,
বহদ্দারহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবন্দে আলী মিয়া : শিশু পাঠের নিপুণ শিল্পী
পরবর্তী নিবন্ধএকজন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বীরবিক্রম