জলাতঙ্ক নির্মূলে টিকার কোনো বিকল্প নেই

আলোচনা সভায় সিভিল সার্জন

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:১৯ পূর্বাহ্ণ

বিশ্ব জলাতঙ্ক দিবস২০২০ উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘জলাতঙ্ক নির্মূলে টিকাদান, পারস্পরিক সহযোগিতা বাড়ান।’ সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দর চৌধুরী ও মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি। এর আগে দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

সভাপতির বক্তব্যে সেখ ফজলে রাব্বি বলেন, জলাতঙ্ক বা রেবিজ হল ভাইরাস জনিত এক ধরনের জুনোটিক রোগ। এই রোগটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্যপ্রাণিদের প্রথমে সংক্রমিত করে। মানুষ এই প্রাণীর সংস্পর্শে আসলে বা এদের কামড় বা আঁচড় খেলে এই রোগ ছড়াতে পারে। জলাতঙ্ক নির্মূলে টিকার কোনো বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্তদের ৭০% ইয়াবাসেবী
পরবর্তী নিবন্ধউন্নয়নে নারীরা অবদান রাখতে পারে