জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধ করার সিদ্ধান্ত চাই

চট্টগ্রামে প্রতিবাদী অনুষ্ঠান

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের নিকট কার্বন নির্গমন কমানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার আইএসডিই-বাংলাদেশ, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্ম জোট ও উপকূলীয় জীবন যাত্রা ও পরিবেশ কর্ম জোটের যৌথ উদ্যোগে প্রতীকী গণফাঁসি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে আইএসডিইর নির্বাহী পরিচালক ও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় প্রতিবছর বাংলাদেশে প্রায় পাঁচ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্‌াসে মৃত্যুর শিকার হচ্ছে সাধারণ মানুষ। উপকূলীয় অঞ্চলে প্রতিদিন হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, উন্নত বিশ্বের নেতৃবৃন্দ শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন। অথচ জাপান ও অস্ট্রেলিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেই যাচ্ছে। বাংলাদেশের উপকূলের ঝুঁকি বিবেচনায় না নিয়েই চীন, জাপান ও মার্কিন কোম্পানিগুলো জীবাশ্ম জ্বালানিতে আরো বেশি হারে বিনিয়োগ করছে। আমাদের জীবন নয়, মুনাফাই তাদের কাছে বড় হয়ে উঠেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ জানে আলম, নবীউল আলম, চৌধুরী জসিমুল হক, উম্মে রুমানা রুমি, রুহিমা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবিশ্বমানের গবেষকদের তালিকায় সিআইইউর অধ্যাপক নুরুল আবসার